• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ফ্রাইডে’ দুর্বল চিত্তের মানুষের জন্য নয় : রায়হান রাফি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৩:১৪ পিএম
‘ফ্রাইডে’ দুর্বল চিত্তের মানুষের জন্য নয় : রায়হান রাফি

সিনেমা সবার জন্য। কিন্তু ১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাওয়া ছবি ‘ফ্রাইডে’ নিয়ে সবাই বলছেন ভিন্ন কথা। ছবিটি সবার জন্য নয় বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

অনেকে বলছেন, এমন নৃশংস দৃশ্যের ছবি এর আগে কোনো ছবিতে দেখা যায়নি। ‘ফ্রাইডে’ ছবির পরিচালক রায়হান রাফির কাহিনি নিয়েছেন ২০২১ সালের জুনে ঢাকার কদমতলী এলাকায় সংঘটিত ট্রিপল মার্ডার থেকে।

ছবিটি নিয়ে পরিচালক রায়হান রাফি গণমাধ্যমকে বলেন, “বিশেষভাবে বলতে চাই, দুর্বল চিত্তের মানুষের জন্য এই সিনেমা নয়। এটি এমন গল্প, যাতে কিছু নৃশংস দৃশ্য আছে। সবাই এসব দৃশ্য সহ্য করতে পারবেন না। তাই প্রস্তুতি নিয়ে ছবিটি দেখা ‍উচিত। আমার বিশ্বাস গল্পটি সবার ভাল লাগবে।” 

ছবির ট্রেলারটি প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকের মাঝে বিপুল আগ্রহ আলোচনা-সমালোচনা তৈরি হয়। পুরো ছবি মুক্তি পাওয়ার পর সমালোচনা বাড়ছেই।

‘ফ্রাইডে’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। গুরুত্বপূর্ণ কিছু কাস্টিংয়ে কাজ করেছেন নাসির উদ্দিন খান, মোহাম্মদ বারী, ফারজানা ছবি, নীলাঞ্জনা নীল, মনির আহমেদ শাকিল, অদিতি প্রমুখ।

এর আগে ওটিটি মাধ্যমে মুক্তি পায় রায়হান রাফির ‘জানোয়ার’ ছবি। এছাড়া ’পরাণ’ সিনেমা হলে মুক্তির পর ভাল সাড়া ফেলে।

Link copied!