ফরাসি চিত্রশিল্পী, সমালোচক ও লেখক ফ্রাঁসোয়া জিলো মারা গেছেন। মঙ্গলবার (৬ জুন) ১০১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফ্রাঁসোয়া জিলোর মেয়ে অরেলিয়া অনজেল তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
দ্য নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটান হাসপাতালে মৃত্যু হয় ফ্রাঁসোয়া জিলোর। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
নিজের চেয়ে বয়সে অনেক বড়, স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর পর তাকে নিয়ে অনেক আলোচনা ও লেখালেখি হলেও, তার আসল শিল্পী প্রতিভা এই সম্পর্কের আড়ালে চাপা পড়ে গিয়েছিল। প্যারিসের একটি স্বচ্ছল পরিবারে জন্মগ্রহণ করা ফ্রাঁসোয়া জিলোর সঙ্গে পাবলো পিকাসোর দেখা হওয়ার সময়ই তিনি ইতোমধ্যেই একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী ছিলেন। ফ্রান্সের একটি রেস্টুরেন্টে পিকাসোর সাথে তার দেখা হয় ১৯৪৩ সালে। সেসময় জিলোর বয়স ছিল ২১ এবং পিকাসোর ৬১।
পিকাসোর সঙ্গে বিচ্ছেদের ১১ বছর পর ফ্রাঁসোয়া জিলো তাঁর সর্বাধিক বিক্রীত বই ‘লাইফ উইথ পিকাসো’ প্রকাশ করেন। ১৯৭০ সালে তিনি জোনাস সল্ককে বিয়ে করেন। জোনাস পোলিও ভ্যাকসিন আবিষ্কারের পথিকৃৎ ছিলেন। ১৯৯৫ সালে জোনাসের মৃত্যু হয়। ফ্রাঁসোয়া জিলো কখনো প্যারিসে, কখনোবা নিউইয়র্কে বসবাস করতেন।