• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফরাসি কিংবদন্তি অভিনেতা ডেলন আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ১১:৫৭ এএম
ফরাসি কিংবদন্তি অভিনেতা ডেলন আর নেই
অভিনেতা ডেলন । ছবি: সংগৃহীত

ফরাসি কিংবদন্তি অভিনেতা ডেলন আর নেই। রোববার (১৮ আগস্ট) ফ্রান্সে নিজ বাসায় তিনি মারা যান। এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ডেলনের মৃত্যুর সময় তার তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৯ সালে ডেলনের স্ট্রোক হয়েছিল। এরপর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডেলন প্রযোজক ও লেখক ছিলেন। তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

এক বার্তায় ডেলনকে একটি ফরাসি কীর্তিস্তম্ভ বলে উল্লেখ করেন ম্যাখোঁ। তিনি বলেন, ডেলন তারকার চেয়ে বেশি কিছু ছিলেন। ডেলন ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তি তারকা হিসেবে বিবেচিত। তিনি বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তবে বিতর্কিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নারীর প্রতি নেতিবাচক মনোভাবের জন্য ডেলন সমালোচিত ছিলেন।

২০১৯ সালে কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’র পুরস্কার পান ডেলন। এতে বিস্ময় প্রকাশ করেছিলেন নারীবাদীরা।

ডেলন ১৯৩৫ সালের ৮ নভেম্বর প্যারিসের উপকণ্ঠে জন্ম নেন। ১৯৫৭ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ‘কুয়ান্ড লা ফেমে সেন মেলে’ নামের এই চলচ্চিত্রে তিনি একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি একের পর এক জনপ্রিয় সব চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ইংরেজি ভাষার অনেক চলচ্চিত্রেও কাজ করেছেন।

Link copied!