বাগদানের ২২ বছর বিয়ে করেন তারা। ২০০০ সালে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। সেই সময় তাদের বাগদান সম্পন্ন হলেও নানা কারণে তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। তবে ২০২২ সালে লাস ভেগাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল লোপেজের চতুর্থ বিয়ে। তবে বিয়ের দুই বছর পর ভাঙল সেই সংসারও।
আদালতের মাধ্যমে বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক হলিউড তারকা দম্পতির। বিচ্ছেদপ্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে হওয়ায় কাউকেই ভরণপোষণের জন্য অর্থ দিতে হবে না।
বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর লোপেজ তার নাম থেকে ‘অ্যাফ্লেক’ পদবিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদ চূড়ান্ত করেছেন।
গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত ১৬ মে সকালে সেই বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।
গত ২০ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন।
২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। এরপর বেন অ্যাফ্লেককে বিয়ে করেন লোপেজ, এটি তার চতুর্থ বিয়ে।
অন্যদিকে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।