বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বইমেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গণে এসেছিলেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রতিবারের মতো এবারও পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। তবে এবার মেলায় বিশেষভাবে নজর কেড়েছে ডাস্টবিন। কারণ বইমেলার গেটে রাখা ডাস্টবিনে আঁকা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি।
মেলার উদ্বোধনের দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেই ডাস্টবিনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে ময়লা ফেলার সময়।” মুহূর্তেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। সবাই কমেন্ট করতে থাকেন শেখ হাসিনাকে নিয়ে।
এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেওয়া সেই ফেসবুকে পোস্ট নিয়ে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
শনিবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। শফিকুল আলমের দেওয়া পোস্টের একটি স্ক্রিনশট শাওন তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আজ পহেলা ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথাসহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন। কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন।“
হতাশা প্রকাশ করে শাওন আরও লিখেছেন, “হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন! ভাগ্যিস… এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…।”