• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জানা গেল অনন্ত-রাধিকার বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গে রহস্যময় বাক্সে কী আছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১১:৩৬ এএম
জানা গেল অনন্ত-রাধিকার বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গে রহস্যময় বাক্সে কী আছে
অনন্ত আম্বানি ও তার হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। ছবি: সংগৃহীত

আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। শিগগিরই অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে যাবে। তবে প্রথম আমন্ত্রণ পৌঁছাল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। নীতা আম্বানির ইচ্ছা অনুযায়ীই প্রথম আমন্ত্রণ জানানো হলো বিশ্বনাথকে। বেশ কিছু রাজনৈতিক নেতা ও বলিউডের তারকার কাছেও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ।

আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো লাল রঙের বাক্সের মধ্যে রয়েছে রুপার একটি ছোট্ট মন্দির। তার চারদিকে রয়েছে চারটি সোনালি মূর্তি।
বাক্সটি খুললেই বাজছে একটি মনোমুগ্ধকর মিউজিক। সেই মন্দিরের চারদিকে রয়েছে গণেশ, রাধা-কৃষ্ণ, দুর্গা ও লক্ষ্মীর মূর্তি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সেই আমন্ত্রণের বক্স।

আমন্ত্রণপত্রের বক্সে শুধু মন্দিরই নয়, অতিথিদের জন্য রয়েছে আরো অনেক উপহার। বক্সে রয়েছে একটি সাদা কাপড়ের ওপর ফ্লোরাল ডিজাইন।
সেখানে লেখা ‌‘এআর’, আমন্ত্রণের বাক্সে রয়েছে একটি বেগুনি রঙের শাল এবং মিষ্টি। হিন্দু রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। সেইভাবেই পরিকল্পনা করা হয়েছে পুরো বিয়ে।

চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী ও অভিজাত আম্বানি পরিবার। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি গোটা বলিউড। হাজির ছিলেন ক্রীড়াঙ্গনের মহাতারকারাও। এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। এবার চূড়ান্ত বিয়ে।

Link copied!