• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্থিক সংকট, বন্ধ আরিফিন শুভর ওয়েব সিরিজের শুটিং


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:২৩ এএম
আর্থিক সংকট, বন্ধ আরিফিন শুভর ওয়েব সিরিজের শুটিং
আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে ‘লহু’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেয় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম চরকি। এতে ওপার বাংলার সোহিনী সরকার অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তবে আর্থিক ঝামেলার কারণে শুটিং শুরুর কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে সিরিজটির কাজ।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, টালিউডের টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে আর্থিক ঝামেলার কারণে শুটিং বন্ধ রাখা হয়েছে। বকেয়া টাকা হাতে পাওয়া ছাড়া ফের কাজ শুরু হবে না। এদিকে শুটিং বন্ধ হওয়া সম্পর্কে কিছু জানেন না বলে জানান টেকনিশিয়ান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তবে টাকা বকেয়া থাকার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সিরিজটি নির্মাণ করছেন রাহুল মুখার্জী। তিনি বিষয়টি স্পষ্ট কিছু জানাননি। তিনি জানান, তেমন কোনো সমস্যা নেই। টেকনিক্যাল কারণে কাজ বন্ধ। শিগগিরই শুটিং শুরু হবে।

এর আগে চলতি বছরেই ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর দেশজুড়ে চলছে আরিফিন শুভ বন্দনা। সিনেমায় তার অভিনয় দেখে হল থেকে বের হতে হতে কেউ চোখ মুছছেন, তো কেউ প্রশংসায় পঞ্চমুখ।

Link copied!