• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা প্রদর্শিত হবে আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০১:২২ পিএম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা প্রদর্শিত হবে আজ

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সামপনী দিন আজ শুধু নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতে ছবি দেখানো হবে। সে তালিকা অনুযায়ী জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে থাকছে- দুপুর ১টায় তুরস্কের ‘স্যাটার্ড’ ও ইরানের ‘তানগেহ’ ছবির প্রদর্শনী।

এরপর একই ভেন্যুতে বিকেল ৩টায় দেখানো হবে ফিলিপাইনসের ‘ড্রিম টাউন’, যুক্তরাজ্যের ‘ডামি’, ইটালির ‘টু আলমা’, জাপানের ‘টেক টু মি’, গ্রিসের ‘ইয়ামা’ এবং আইসল্যান্ডের ‘ফার’ ছবিগুলো।

বিকেল ৫টায় প্রদর্শিত হবে বুলগেরিয়া ও কানাডার যৌথ প্রযোজনার ছবি ‘আনসিন কানেকশনস’।

সবশেষে সন্ধ্যা ৭টায় থাকছে বাংলাদেশের ‘অন্তহীন পথে’, ‘মধুর মাধবী’, ‘আনএপপেক্টেড কল’, ‘পেপার’, ‘লায়লা’, ‘চেকমেট’, ‘এস্কেপ’, ‘দ্য পাথওয়ে’, ‘দ্য বয় ইন দ্য ট্রোন সুজ’ ও ‘ইকুয়ালিটি’।

পাশাপাশি শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যশালায় মিলনায়তনে আজ দুপুর ১টায় দেখানো হবে চিনের ‘ফ্রেড অ্যাওয়ে পাস্টরাল’

বিকেল ৩টায় ইরানের ‘সামপারসি’ এবং ৫টায় চিনের ‘মোজার্ট ফ্রম স্পেস’ ছবিগুলো। এর পাশাপাশি অন্যান্য ভেন্যুতে থাকছে সমাপনি আয়োজন ও বেশ কিছু ছবির প্রদর্শনী।


 

Link copied!