১৮৬৮ সালে ২৮ মার্চ জন্ম নেন রাশিয়ার নিঝনি নোভগরদ অঞ্চলে বিশ্ব সাহিত্যের ধ্রুপদী লেখক ম্যাক্সিম গোর্কি। আলেক্সিয়েই ম্যাক্সিমভিচ পেশকভ তার পারিবারিক নাম। ‘ম্যাক্সিম’ তার পিতার পদবী। আর রুশ ভাষায় ‘গোর্কি’ শব্দের অর্থ তিক্ত বা তেতো। তার তিক্ত বিষমাখা সাহিত্যে পচন ধরে জুলুমবাজ জারতন্ত্রে।
গোর্কির সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়েছেন অনেক চলচ্চিত্র নির্মাতা। মঙ্গলবার তার জন্মবার্ষিকীতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য থাকছে এই অজর লেখকের সাহিত্য থেকে নির্মিত কিছু চলচ্চিত্রের কথা।
রুশ নির্মাতা পুদভকিন ১৯২৬ সালে ‘মা’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ‘মাদার’ সিনেমাটি। কিংবদন্তি ফরাসি পরিচালক জাঁ রেনোয়ার ‘লে বা ফঁ’ (১৯৩৬) এবং বরেণ্য জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার ‘দনজোকো’ (১৯৫৭) এই দুইটি চলচ্চিত্রই গোর্কির ‘লোয়ার ডেপথস’ অবলম্বনে নির্মিত।
এছাড়া তার সাহিত্যকে ভিত্তি করে বিখ্যাত রুশ চলচ্চিত্রকার মার্ক দনস্কয় ‘চাইল্ডহুড অব গোর্কি’ (১৯৩৮), ‘মাই অ্যাপ্রেন্টিসশিপ’ (১৯৩৯) এবং ‘মাই ইউনিভার্সিটিজ’ (১৯৪০) নির্মাণ করেন। অনেকে এই চলচ্চিত্রত্রয়কে ‘শ্রেষ্ঠ জীবনীচিত্র’ বলে গ্রাহ্য করে থাকেন।