• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

এফডিসির এমডির নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা রোববার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৪:১২ পিএম
এফডিসির এমডির নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা রোববার
এক বৈঠকে কথা বলছেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। ছবি : ফেসবুক থেকে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ও তার নিয়োগ বাতিলের দাবিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এফডিসির সামনে প্রতিবাদ সভার ডাক দিয়েছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছেন সংগঠনটির মহাসচিব বদিউল আলম খোকন।

এর আগে মাসুমা রহমান তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের এই সাংস্কৃতিক দোসরকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ায় সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে বাধাগ্রস্ত হবে। এতে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দিয়ে উঠবে।” 

Link copied!