• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩ মেয়ের জন্য সুদর্শন পাত্র চেয়ে বাবার বিজ্ঞাপন, লুকিয়ে বিয়ে করতে চান না তারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:০১ পিএম
৩ মেয়ের জন্য সুদর্শন পাত্র চেয়ে বাবার বিজ্ঞাপন, লুকিয়ে বিয়ে করতে চান না তারা
তিন মেয়ের সঙ্গে জাদুকর পি সি সরকার ও তার স্ত্রী

তিন কন্যার বিয়ের জন্য পত্রিকায় পাত্র খোঁজার বিজ্ঞাপন দেন পি সি সরকার। আর বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে শোরগোল। সবার মনেই প্রশ্ন, এই বিজ্ঞাপন সত্যি তো?

ধোঁয়াশা কাটাতেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন জাদুসম্রাট-কন্যা মুমতাজ। জানালেন, প্রেম-বিচ্ছেদে বিশ্বাসী নন তারা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই মালা দেবেন তিন বোন। আর সে কারণেই নাকি বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে রোববার সকাল থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তার স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তারা।

মুমতাজ বলেন, ‘বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তারপর সেটা, প্রেম আগাবে না; আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে তাদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।’

বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই বিস্মিত। এ প্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, ‘আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে-সংসার করার ইচ্ছে তো রয়েছেই। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করাতে বিশ্বাসী নই।’

Link copied!