বাবা হারালেন অভিনেত্রী মারিয়া নূর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০৪:৩৯ পিএম
বাবা হারালেন অভিনেত্রী মারিয়া নূর
অভিনেত্রী মারিয়া নূরের সঙ্গে তার বাবা মো. আব্দুল লতিফ খান । ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী  ও উপস্থাপিকা মারিয়া নূরের বাবা মো. আব্দুল লতিফ খান মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে (২১ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়টি নিজেই নিশ্চত করেছেন অভিনেত্রী।

এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, “আমার বাবা আব্দুল লতিফ খান আর নেই (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। দয়া করে তার আত্মার মাগফেরাত করবেন।”

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোররাতে মারিয়ার আরও একটি ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, শুক্রবার বাদ ফজর মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজার নামাজ এবং বাদ জুম্মা কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মারিয়া নূর মাঝে অনেক দিন ধরেই উপস্থাপনা কিংবা অভিনয়ে অনিয়মিত ছিলেন। সবশেষ সরব উপস্থিতি ছিল তার ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর কাজ থেকে কিছুটা বিরতি নেন। এরপর বছরের শেষ দিকে আবারও উপস্থাপনায় ফিরেন। 

Link copied!