মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে আছেন রোজা আহমেদ। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে স্বামী তাহসান খানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন। আর স্ত্রীর এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করেননি তাহসান।
মালদ্বীপে হানিমুনে গিয়ে এমন কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন রোজা।
এদিন রোজার লালের সঙ্গে রং মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, “জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।”
এদিকে তাহসান-রোজার এই রোমান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের।
এর আগে গত ৪ জানুয়ারি সবাইকে চমকে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বর্তমানে তরা মালদ্বীপে হানিমুনে আছেন।