• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তিন বিজ্ঞাপনচিত্রে ফারজানা সুমি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৫:০৬ পিএম
তিন বিজ্ঞাপনচিত্রে ফারজানা সুমি
মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। ছবি : সংগৃহীত

নাটক সিনেমার পাশাপাশি মডেল-অভিনেত্রী ফারজানা সুমি নিয়মিত অভিনয় করছেন। তার সঙ্গে মিউজিক ভিডিওতে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার এই অভিনেত্রী । এবার একসঙ্গে তিনটি বিজ্ঞাপনে মডেল হলেন ।

তিনটি বিজ্ঞাপনচিত্র নির্দেশনা দিয়েছেন চিত্রপরিচালক জ্যাম্বস কাজল। গত ১৭ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ঢাকার অদূরে একটি শুটিং বাড়িতে দৃশ্যধারণের কাজ হয়েছে বলে জানান সুমি।

সুমি বলেন, কেয়ার ডিশ ওয়াশ পাউডার, কেয়ার টয়লেট ক্লিনার ও বন্ধন সরিষার তেলের বিজ্ঞাপনচিত্র তিনটি একসঙ্গে শুটিং করা হয়েছে। চমৎকার পরিবেশ ও আয়োজনে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। নির্মাতা কাজী হায়াত স্যারের সঙ্গে অভিনয় করেছি। এসব বিজ্ঞাপনে আমি তার পুত্রবধূর চরিত্রে রূপদান করেছি।’

পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুমি বলেন, জ্যাম্বস কাজল ভাইয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। কাজ শেষে উপস্থিত সকলে প্রশংসা করেছেন। খুব শিগগির বিজ্ঞাপনচিত্রগুলো প্রচার হবে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

জানা গেছে, তিনটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন লাবণী শাহরিয়ার, মুশফিক লিটু ও ইসমত তোহা। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ নয়ন।

ফারজানা সুমি অভিনীত প্রথম চলচ্চিত্র অপূর্ব রানা পরিচালিত জলরঙ’। সিনেমাটি সেন্সর হয়ে এখন মুক্তির অপেক্ষায় আছে। আগামী ডিসেম্বরে মিজানুর রহমান লাবুর আতর বিবি’ ও মোস্তাফিজুর রহমান মানিকের নির্মিতব্য রুখসার’ সিনেমার শুটিং শুরু করবেন।

Link copied!