ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সন্ধ্যায় প্রদর্শনী হবে অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমা। ৯ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর প্রায় শেষ হতে চললো। রবিবার (১৯ জানুয়ারি) পর্দা নামবে উৎসবের।
দেশি-বিদেশি সিনেমা দেখতে ইতিমধ্যে উৎসবস্থলে প্রতিদিনই ভিড় করছেন সিনেপ্রেমী মানুষ।
বিশেষ করে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের ছবিগুলো দেখতে দর্শকের বেশী আনোগোনা দেখা যাচ্ছে। এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখানো হয়েছে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি।
তারই ধারাবাহিকতায় উৎসবের ৮ম দিন শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এই ছবির মধ্য দিয়ে সিনেমা পা রাখেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
প্রদর্শনী শুরুর আগে হবে সংবাদ সম্মেলন। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, সংবাদ সম্মেলনে ‘ফাতিমা’ নিয়ে কথা বললেন নির্মাতা ধ্রুব হাসান ও ফারিণ। প্রদর্শনীতে দর্শকের সাথে বসে ‘ফাতিমা’ দেখবেন তারা।
গেল বছর মুক্তি পাওয়া ছবিটি ইরানের গুরুত্বপূর্ণ ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এও প্রদর্শীত হয়েছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ফারিণকে, সঙ্গে আছেন ইয়াশ রোহান। যদিও ফারিণের প্রথম মুক্তি পাওয়া ছবি কলকাতার নির্মাতা অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’।
‘ফাতিমা’ সিনেমায় ফারিণ-ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন।