হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরেই মেয়ে ইলহামের সাথে খেলায় মজেছেন জনপ্রিয় এই নির্মাতা। বাবা-মেয়ের সেই আনন্দঘন মুহুর্ত মোবাইলে চিত্রধারন করেছে রেখেছেন তিশা। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করে তিশা ক্যাপশনে লিখেছেন-
‘২৯ তারিখে মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী তিশা। এর আগে ফারুকীর অসুস্থতা নিয়ে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছিলেন।
২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ইলহাম নুসরাত ফারুকী তাদের এক সন্তান।
প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন ফারুকী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয় করেছেন তিনি। ফারুকীর নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয়তা লাভ করে।