• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মধ্যরাতে ইংলিশ গানে মাতালেন ফারিণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:৩৯ এএম
মধ্যরাতে ইংলিশ গানে মাতালেন ফারিণ
তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

ইত্যাদি অনুষ্ঠানে তাহসানের সঙ্গে দ্বৈত গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি। নান্দনিক অভিনয় দিয়েও দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছেন । পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননা। বলছি সময়ের আলোচিত  অভিনেত্রী ও গায়িকা তাসনিয়া ফারিণের কথা। এবার মধ্যরাতে ইংলিশ গান ‘জেলাসি’ গেয়ে দর্শক মাতালেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি ফারিণ গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গানটি গাইছেন অভিনেত্রী। আর সেই পোস্টের কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছে এই গায়িকা

কমেন্ট বক্সে একজন  লিখেছেন, ‘দারুণ কণ্ঠ। সুন্দর গেয়েছেন।’ অপর একজন লিখেছেন, ‘মন ভরে গেল শুনে। দারুণ গেয়েছেন।’ অন্য একজন লিখেছেন, ‘মিষ্টি কণ্ঠ আপনার।’ কেউ আবার বাংলা গান গাওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গাইবেন।’

তাসনিয়া ফারিণকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘চক্র’-এ। ২০০৭ সালের ১১ই জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। সেই পরিবারের সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। যা ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। এতে ফারিণের সঙ্গে আরো রয়েছেন তৌসিফ মাহবুব।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!