সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে তরুণ রাজনীতিবিদ ও ‘মানবিক ব্যক্তিত্ব’ ফারাজ করিম চৌধুরীর বিয়ে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারাজ।
গুলশানে মসজিদ-এ গাউসুল আজমে সাদামাটাভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারাজ করিম চৌধুরীর বিয়ে। এতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় ফারাজের নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, রংপুরের একটি শিক্ষিত পরিবারের তরুণীকেই মসজিদে ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করতে যাচ্ছেন ফারাজ। পাত্রীর নাম আফিফা আলম। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন।
১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।