• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

জাস্টিন বিবারের যে ছবি দেখে চমকে গেছেন ভক্তরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:৩৪ পিএম
জাস্টিন বিবারের যে ছবি দেখে চমকে গেছেন ভক্তরা
জাস্টিন বিবার। ছবি: সংগৃহীত

মার্কিন জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার। সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে বিবারকে দেখা গেছে বিপর্যস্তরূপে। প্রিয় তারকার জীর্ণ দশা দেখে বেশিরভাগ ভক্তই মেনে নিতে পারছেন না। কী এমন হলো বিবারের জীবনে? বিবারকে নিয়ে সে প্রশ্নই উঁকি দিচ্ছে নেটিজেনদের মনে। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, এ মুহূর্তে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বিবার। যার নেতিবাচক প্রভাব পড়েছে তারকার চেহারায়।
বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলা নিয়ে আতঙ্কগ্রস্ত বিবার। আদালতে যেকোনো সময় তার ডাক পড়তে পারে, এমন দুশ্চিন্তা আর ভয়ই কাল হয়েছে গায়কের।
সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারিতে নিজের নাম জড়িয়ে পড়ায় ক্যারিয়ার নিয়ে হতাশা ঘিরে ধরেছে বিবারকে। দুশ্চিন্তা, ভয় আর হতাশা থেকে বাঁচতে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েন বিবার। বিবারের মাদকাসক্ত ও অনিয়ন্ত্রিত জীবন মেনে নিতে পারছেন না তার স্ত্রী, মডেল হেইলি বিবার।
পাঁচ মাসের সন্তানের জীবনে মাদকের ছায়া যেন না পড়ে তাই ছয় বছরের সংসারের ইতি টানতে চলেছেন হেইলি। বিবাহ বিচ্ছেদের প্রভাবেও ভেঙে পড়েছেন বিবার।

এদিকে মাদকাসক্ত ও নারী আসক্তের কারণেই মার্কিন গায়িকা সেলেনা গোমেজের সঙ্গে ব্রেকআপ হয়েছিল বিবারের। দীর্ঘ ৮ বছরের প্রেমের সম্পর্কে ব্রেকআপ হওয়ায় মেনে নিতে পারেননি গায়ক। যে কারণে 
ব্রেকআপের পরপরই হেইলির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কানাডিয়ান এ গায়ক। 
কিন্তু বিয়ের পর দীর্ঘ  ছয় বছরে সংসার আর সন্তান আসার পরও নিজেকে বদলাতে পারেননি বিবার। বরং জীবনে নতুন নতুন জটিলতা  তৈরি করেছেন। যার নেতিবাচক প্রভাবেই চেহারায় এমন কঙ্কালসারতা ও জীর্ণতা ঘিরে ধরেছে বিবারকে, যা দেখে হতবাক ভক্ত ও নেটিজেনরা।

Link copied!