• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

কাজী হায়াতের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, মারুফ বললেন শাকিব তুমি দেখো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৩:১৫ পিএম
কাজী হায়াতের  সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, মারুফ বললেন শাকিব তুমি দেখো
শাকিব খান ও কাজী মারুফ। ছবি: কোলাজ

সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। মঙ্গলবার (২৫ মার্চ) সেখানে সিনেমার প্রদর্শন দেখতে যান নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। এ সময় সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ভক্তদের।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি। কাজী মারুফ বলেন, ‘কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য।
উনি যেটা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।’

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গেটে অবস্থান নেওয়া ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ‘আমার মারুফেরও লোক আছে’ মন্তব্য করে আরো রোষানলে পড়েন কাজী হায়াত। এর পর থেকে মারুফের ফেসবুক পেজের ইনবক্স ও মন্তব্যের ঘরে গালিগালাজসহ হুমকি আসতে থাকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল।’

অভিনেতা মনে করেন, এখনকার দর্শকরা গল্পপ্রধান সিনেমা থেকে ভায়োলেন্স বেশি পছন্দ করেন। তাই তাঁরা মারুফের সিনেমা পছন্দ করবেন না। তার কথায়, ‘এখনকার প্রজন্ম আমার সিনেমা দেখেনি, দেখলেও হয়তো পছন্দ করবে না। এখনকার দর্শক মারামারি পছন্দ করে, যার নজির দেশের চলমান অবস্থা।’

শাকিব খানের সঙ্গে অভিনেতার সম্পর্ক নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো, আপনারা এটা নষ্ট হতে দেবেন না। আর নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না। আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।’

সবশেষ ওই ভিডিও তে শাকিবের দৃষ্টি আকর্ষণ করে হায়াতপুত্র বলেন, ‘শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।’

‘বরবাদ’র আনকাট সেন্সরের দাবিতে মঙ্গলবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন শাকিবভক্তরা। দুপুর ১২টার দিকে শাকিবিয়ানরা একসঙ্গে জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা ‘বরবাদ’ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে!

Link copied!