• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

মেকআপহীন ফারিয়ায় মুগ্ধ অনুরাগীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১০:৫৮ এএম
মেকআপহীন ফারিয়ায় মুগ্ধ অনুরাগীরা
নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

মডেল-অভিনেত্রী মানেই গ্ল্যামারা লুক আর লাস্যময়ী উপস্থাপনা। ঘরোয়া কিংবা সাধারণ কোনো লুকে খুব একটা দেখা মেলে না এই আলোকিত তারাদের। তবে নুসরাত ফারিয়া বেশ সাধারণ বেশেই নিজেকে হাজির করলেন ভক্তদের সামনে। যে সাধারণ লুকের প্রশংসা করলেন অনুরাগীরাও।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় নুসরাত ফারিয়া। অনুরাগীদের সংস্পর্শে থাকেন সবসময়। শুধু ফেসবুক পেজেই তাকে অনুসরণ করে ৭০ লাখের বেশি ভক্ত। এ ছাড়া তার প্রোফাইলে আছে আরও ৫ লাখের বেশি অনুসারী।

আর ইনস্টাগ্রামে আছে তার ৪০ লাখের বেশি অনুসারী। এবার নিজের খুব সাধারন কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন সবাইকে। সোমবার সন্ধ্যায় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। 
ছবিতে মেকআপহীন ঘরোয়া লুকেই দেখা মিলেছে এই অভিনেত্রীর। কালো সালোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ ব্যবহার করেছেন তিনি। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লিখেছেন, তার চোখে তুমি সবসময় সুন্দর।
ছবিগুলো দেখে ভক্তরাও অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ মন্তব্য করছেন, ‘সুহাসিনী’। কেউ লিখেছেন, ‘অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর’। কারেও মতে, ‘খুব স্নিগ্ধ, খুব সাধারণ, খুব ন্যাচারাল’। কোনো এক অনুরাগীর মন্তব্য, ‘যে আপনাকে পছন্দ করে তার কাছে আপনি সকল অবস্থাতেই সুন্দর’।

মডেলিং ও অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে নিজের লেখাপড়া চালিয়ে গেছেন সমানতালে। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন এ নায়িকা।

Link copied!