• ঢাকা
  • রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৯ রজব ১৪৪৬

নেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ ডা. সাবরিনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৫:০৩ পিএম
নেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ ডা. সাবরিনার
ডাক্তার সাবরিনা। ছবি: সংগৃহীত

 নেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডাক্তার সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। 

বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তা-ই নয়, শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়। সম্প্রতি নাটকেও অভিনয় করেছেন ডা. সাবরিনা। সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এবার নেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। 

সম্প্রতি তিনি বলেন, ‘আমি হয়তো অভিনেত্রী বা লেখিকা হিসেবে ভালো বা যেমনই হই না কেন, এর মানে এই না যে নেত্রী হিসেবেও আমি ভালো হবো।’
তিনি আরো বলেন, ‘দেখা যাক! যদি জনগণ চায় আমার কাজের মাধ্যমে আমি এগিয়ে আসি, তাহলে আমি অবশ্যই নেত্রী হবো।’

করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন তিনি। মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল। সেই মামলায় জেলও খেটেছেন ডা. সাবরিনা।

Link copied!