• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

নতুন বছরে জয়ার যে প্রত্যাশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:২৮ এএম
নতুন বছরে জয়ার যে প্রত্যাশা
অভিনেত্রী জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

বিদায় নিচ্ছে ২০২৪ সাল। আর মাত্র ২ দিন পর নতুন বছর শুরু হবে। পুরনো বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি, হতাশা, জীবনের টানাপড়েনের হিসাব চুকিয়ে নতুন বছরে নতুন করে পথ চলার শুরু হবে। পুরনো বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি ও নতুন বছরের প্রতাশা নিয়ে কথা বলেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

জনপ্রিয় এই অভিনেত্রী বছরের শুরুটা করেছিলেন ‘পেয়ারার সুবাস’ দিয়ে। শেষ করলেন ‘নকশিকাঁথার জমিন’ দিয়ে। মাঝে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘ভূতপরী’। সব মিলিয়ে কেমন গেল ২০২৪ সাল কেমন গেল গেল অভিনেত্রীর?

 

জয়া আহসোন বলেন, ‘ ২০২৪ সাল দেশবাসীর জন্য ঘটনাবহুল ছিল। আর আমি কখনও কোনো বিষয় নিয়ে খুব বেশি হিসাব-নিকাশ করি না। কোনো কোনো বছর পেশাদার অর্জন বেশি থাকে, আবার কখনও কম। তবে আমার কাছে মনে হয়, সময় যেটা যায়, সেটা সব সময় ভালো। 

এ বছর সিনেমা নিয়ে বেশ কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছিল। দেশে যে দুটি ছবি মুক্তি পেল, নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’-এর কাজটি ছিল খুব পছন্দের। আর গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘নকশিকাঁথার জমিন’। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পে আমার দ্বিতীয় কাজ। এর আগে তার লেখা ‘খাঁচা’ করেছিলাম। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

নতুন বছর ২০২৫ সালে জয়ার প্রত্যাশা নিয়ে বলেন,“ ২০২৫ সালে সবাই ঠিকমতো থাকুক, সবার মঙ্গল হোক। ভালো ভালো কাজ হোক। নতুন বছর নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনা নেই। যতটুকু পরিকল্পনা আমার কাজ ঘিরেই। নিজের জন্য আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি কখনও পরিকল্পনা করে সামনে এগিয়ে যাই না। যখন যে চ্যালেঞ্জ সামনে আসে, সেটি মোকাবিলা করেই এগিয়ে যাই।”

জয়া আশফাক নিপুনের পরিচালনায় ‘জিম্মি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। নতুন বছরের প্রথমদিকেই এর শুটিং শুরু করবেন।

Link copied!