আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সাধারণত খুব একটা আলোচনায় দেখা যায় না তাকে। তবে সিনেমা সংশ্লিষ্ট বিষয় হলে অন্য ব্যাপার। এবার এই অভিনেত্রী ব্যতিক্রমী এক অভিজ্ঞতার শিকার হয়েছেন। যা সাধারণত আজকাল দেখা যায় না বললেই চলে।
বেশ আগের সময় দেখা যেত, সিনেমার পছন্দের তারকাদের নামে প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের নাম রাখতেন মা-বাবারা। এ ধরনের রীতি এখনো রয়েছে। কিন্তু তা খুব একটা চোখে পড়ে না।
এবার একটি সিনেমার শুটিং করতে গিয়ে এ ঘটনারই প্রমাণ পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিংয়ের জন্য মুন্সিগঞ্জ অবস্থান করছেন তিনি। সেখানে নদীর ঘাটে শুটিং চলছে। আর শুটিংয়ের সময় এক কিশোরী ভক্তের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর।
এ সময় নায়িকা জানতে পারেন, ওই কিশোরীর নামও নুসরাত ফারিয়া। তারপর ওই কিশোরীর সঙ্গে একটি ছবি তুলেন অভিনেত্রী। ‘ইন্ট্রুডিউসিং নুসরাত ফারিয়া’ ক্যাপশন দিয়ে আপ্লুত তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘ছোট বেলায় শুনতাম নায়ক-নায়িকাদের নামে নাম রাখে। বড় বেলায় এসে প্রমাণ পেলাম। শুটিং করতে এসে নদীর ঘাটে দেখা।’
এ মাসের শুরুর দিকে মুন্সিগঞ্জে শুরু হয়েছে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিং। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে পারে।