• ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০, ১ রমজান ১৪৪৬
শাকিবের বরবাদ টিজার দেখে বুবলী

‘সবকিছু তো ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৩:১৮ পিএম
‘সবকিছু তো ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে’
শাকিব খান, বুবলী। ছবি: কোলাজ

সুপারস্টার শাকিব খান। আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনী সিনেমা ‘বরবাদ’। সিনেমার মুক্তি উপলক্ষে  ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। এতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান, ইধিকা পাল, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও যিশু সেনগুপ্তসহ যারা অভিনয় করেছেন। তাদের চরিত্রের একটা ধারণা দিয়েছেন তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়।

টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ানক চেহারায়।  তার সংলাপে উঠে এসেছে- ছবির নায়িকা ইধিকার জন্য সব কিছু বরবাদ করতে পারেন তিনি। শাকিব খানের এই সিনেমা নিয়ে অনেকেই কথা বলছেন। সামাজিক যোগাযোগা মাধ্যমে টিজারটি শেয়ার করে অনেকেই প্রশংসা করছেন। ‘বরবাদ’ ছবির টিজার নিয়ে কথা বলেছেন সাবের স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলীও।

টিজার দেখে বুবলী বলেন, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার বরবাদ ছবির টিজার দেখলাম... সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে।

অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা।’

Link copied!