• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

খুশির খবরের মাঝেও মন ভালো নেই পরীমনির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০২:৫৬ পিএম
খুশির খবরের মাঝেও মন ভালো নেই পরীমনির
চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

পরীমনি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পেয়েছে আজ কলকাতায়। তবে এই খুশির খবরের মাঝেও মন ভালো নেই অভিনেত্রীর। ভিসা না পাওয়ায় সেখানে তিনি যেতে পারেননি বলে মন খারাপ।  

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড পেইজে পরী বলেন, “আগামীকাল ১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।

ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে।
কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

তিনি আরো বলেন, ‘যাহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম…।
প্রিয় কলকাতা ভালোবাসা নিয়ো।’

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরো আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

Link copied!