জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পরসা ইভানা। ইতোমধ্যে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় কেড়েছেন তিনি। তার অভিনীত নাটকের বিভিন্ন দৃশ্য নিয়ে একাধিকবার হয়েছে আলোচনা-সমালোচনা। কিন্তু সবকিছুতে পাশ কাটিয়ে এগিয়ে চলছেন ইভানা।
১৯৯৪ সালের ৪ ডেসেম্বর চট্টগ্রামে পারসা ইভানার জন্ম। সেখানেই তার বেড়ে ওঠা। তার শিক্ষাজীবন শুরু হয় ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলে। ইভানার প্রথম পরিচয় তিনি একজন নৃত্যশিল্পী। নাচের মাধ্যমেই সবার নজরে আসেন তিনি। ২০১৩ সালে চ্যানেল আই-এর সেরা নাচিয়ে চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন ইভানা। তখন থেকেই তিনি নৃত্যশিল্পী হিসেবে তার পেশা শুরু করেছিলেন। এরপর মডেলিং দিয়ে শুরু হয় তার পথচলা।
বেসরকারি একটি ব্যাংকের বিজ্ঞাপনে প্রথম অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। মডেলিংয়ে কাজ করতে করতে একটা সময় অভিনয়ে ডাক আসে পারসা ইভানার। ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে প্রথম নাটকে অভিনয় করেন ইভানা। তবে মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে তার অভিনয় দর্শকের মনে দাগ কেঁটেছে। মূলত ‘শোবার ঘর’ নামক ওয়েব সিরিজের মাধ্যমে এই জুটিকে অনেক আপন করে নিয়েছে দর্শক।
নাটক, শর্ট ফিল্ম, মডেলিং, নৃত্য সবক্ষেত্রেই সরব উপস্থিতি ইভানার। লেটস হ্যাভ অ্যান্ড ওয়াক শো, এবং বউ যদি এমন হয় নাটকে অভিনয়ের জন্য পারসা ইভানা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।
একের পর এক হিট আর জনপ্রিয় সব নাটকে অভিনয় করেছেন ইভানা। এরমধ্যে শোবার ঘর, এ শহরের পাখিগুলো একা, দেয়ালের ওপারে তুমি, বয়ফ্রেন্ডের মা উল্লেখযোগ্য।
বর্তমানে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন টিভি নাটক ও টেলিফিল্মে। তারই ধারাবাহিকতায় যোগ দিয়েছেন হালের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে। এরই মধ্যে নাটকে তার উপস্থিতি দর্শকের মন জয় করেছে। ধারাবাহিকটিতে পারসা ইভানার নাম দেওয়া হয়েছে ইভা।