এমি পুরস্কার বিজয়ী বিখ্যাত অভিনেতা আন্দ্রে ব্রাগার মারা গেছেন। তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ `ব্রুকলিন নাইন-নাইন`-এ `ক্যাপ্টেন রে হল্ট`-এর ভূমিকায় অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। খবর সাভাননাথ ট্রিবিউন।
আন্দ্রের মৃত্যুর বিষয়ে তার প্রচারক জেনিফার অ্যালেন জানান, ফুসফুসের ক্যানসারে অভিনেতার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর। ‘ব্রুকলিন নাইন-নাইন’ এবং ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এর মতো আইকনিক টেলিভিশন সিরিজে আকর্ষণীয় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন।
জেনিফার আরও জানান, হঠাৎ করেই মৃত্যু হয় আন্দ্রে ব্রাগারের। আন্দ্রে শিকাগোতে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত `গ্লোরি` ছবির মাধ্যমে তিনি বিনোদন জগতে প্রবেশ করেন। এই সিনেমায়, তিনি মরগান ফ্রিম্যান এবং ডেনজেল ওয়াশিংটনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
অভিনেতা আন্দ্রে ব্রাগার দুইবার এমি পুরষ্কার পেয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশের পদ্ধতিগত কমেডি ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। এছাড়াও এই অভিনেতা এনবিসি’র ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এ গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের ভূমিকায় অভিনয় করেছেন।