সম্প্রতি ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আলোচনা আসেন এশা দেওল। এবার জানা গেল রাজনীতিতে যোগ দেওয়ার কথা। গত কয়েক বছর ধরে তার মা হেমা মালিনী রাজনীতিতে সক্রিয় রয়েছেন ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাদের বড় মেয়ে এশারও রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমাকে জিজ্ঞেস করা হয়েছিল এশা এবং অহনা দেওল রাজনীতিতে যোগ দেবে কি না। উত্তরে হেমা বলেন, `যদি তারা চায়…বিশেষ করে এশা রাজনীতি নিয়ে খুব আগ্রহী। সে রাজনীতি ভালোবাসে। আগ্রহী হলে অবশ্যই সে রাজনীতিতে যোগ দেবে।`
হেমা বর্তমানে মথুরা থেকে বিজেপির লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাত্কারে হেমা আরও বলেন, ‘পরিবার সব সময় আমার সঙ্গে থাকে। তাদের কারণেই আমি রাজনীতি করতে পেরেছি। তারা মুম্বাইয়ে আমার বাড়ির দেখাশোনা করছে, তাই আমি খুব সহজেই মথুরায় আসছি। আমি আসি, আবার ফিরে যাই। আমি যা করছি তাতে ধরমজি (ধর্মেন্দ্র) খুব খুশি। তাই তিনি আমাকে সমর্থন করেন এবং তিনিও মথুরায় আসেন।’
ধর্মেন্দ্র ও হেমা দম্পতির বড় মেয়ে এশা দেওল `ধুম`, `দ্যস` এবং `নো এন্ট্রি`র মতো বলিউডের বেশ কয়েকটি বড় সিনেমায় অভিনয় করেছেন।
গত বছর অজয় দেবগনের সঙ্গে থ্রিলার সিরিজ `রুদ্র: দ্য এজ অব ডার্কনেস` দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। আগামীতে তাকে সুনীল শেট্টির সঙ্গে `ইনভিজিবল ওমেন` সিরিজে দেখা যাবে।
সম্প্রতি এশা দেওল বিয়ের ১১ বছর পর স্বামী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। এ দম্পতির দুই সন্তান রয়েছে।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা পারস্পরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনে এই পরিবর্তনের মাধ্যমে, আমাদের দুই সন্তানের কল্যাণ হবে। আমরা আশা করব আপনারা আমাদের সম্মান করবেন।’