• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘শিক্ষিত কাজের মেয়ে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০২:৫৬ পিএম
ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘শিক্ষিত কাজের মেয়ে’
‘শিক্ষিত কাজের মেয়ে’ পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে একক নাটক ‘শিক্ষিত কাজের মেয়ে’। ১৩ ফেব্রুয়ারী রেড ফিল্মস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় নাটকটি। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।

নাটকটির রচনা করেছেন নাট্যকার ও পরিচালক ইদ্রিস হায়দার এবং পরিচালনা করেছেন বর্তমান প্রজন্মের পরিচালক ঈশান হায়দার। এতে ইভনয় করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী অনন্না ইসলাম ও অভিনেতা আলিফ চৌধুরী, শেখ সপ্না, রকি খান, অরিনসহ আরও অনেকে।

‘শিক্ষিত কাজের মেয়ে’  নাট্যকার ইদ্রিস হায়দার বলেন, ‘শিক্ষিত কাজের মেয়ে’ নাটকটি সমাজে কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। এটি দেখাচ্ছে যে কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয় এবং শিক্ষিত হয়েও যেকোনো কাজ করা সম্ভব। নাটকটি বেকার না থেকে যেকোনো কাজ করার গুরুত্ব এবং সামাজিক ধারণার পরিবর্তন নিয়ে বার্তা দেয়।’

তিনি আর বলেন, “ নাটকটি কেবল বিনোদনই নয়, বরং নতুন প্রজন্মের জন্য একটি প্রেরণার উৎস হিসেবে কাজ করছে। এটি প্রমাণ করে যে, সামাজিক ধারণার পরিবর্তন এবং নিজের দক্ষতা ও অবদান দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। রেড ফিল্মস এন্টারটেইনমেন্ট তাদের নাটকগুলির জন্য পরিচিত, যা নিয়মিতভাবে উচ্চমানের এবং সৃজনশীল কনটেন্ট প্রদান করে। তাদের নাটকগুলোর কাহিনী, অভিনয়, এবং প্রোডাকশন মান সবই দর্শকদের হৃদয় স্পর্শ করে।’

Link copied!