• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলে গেলেন পথের পাঁচালীর ‘দুর্গা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৩:০৬ পিএম
চলে গেলেন পথের পাঁচালীর ‘দুর্গা’
উমা দাশগুপ্ত। ছবি: সংগৃহীত

‍‘পথের পাঁচালি‍‍’ সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা। সেই ছবিতে দুর্গার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন সেই উমা দাশগুপ্ত আর নেই। সোমবার (১৮ নভেম্বর) সকাল আটটা চল্লিশ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এমন তথ্য।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন উমা দাশগুপ্ত। মাসখানেক আগেও একবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তবে এবার আর গুজব নয়, সত্যিই চলে গেলেন তিনি।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেন সত্যজিৎ রায়।

মাত্র একটি ছবিতে অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন উমা দাশগুপ্ত। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন, সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ রায়। তবে উমার বাবা চাননি মেয়ে অভিনয়ে আসুক। তবে শেষ পর্যন্ত বাবাকে রাজি করিয়েছিলেন সত্যজিৎ রায়।

Link copied!