যার কারণে বিয়ে করেননি মারজুক রাসেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:২১ পিএম
যার কারণে বিয়ে করেননি মারজুক রাসেল
অভিনেতা মারজুক রাসেল। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের ব্যক্তিজীবন সম্পর্কে জানতে কৌতূহলের শেষ নেই ভক্তদের। ভক্তদের সে কৌতূহল মেটাতে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের চিরকুমার থাকার কারণ জানিয়েছেন অভিনেতা।

সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাসেলের কাছে জানতে চাওয়া হয়, কেন এখনও বিয়ে করেননি ?এমন প্রশ্নের উত্তর প্রথমে এড়িয়ে যেতে চাইলেও আলাপচারিতায় বিয়ে না করার গোমর ফাঁস করলেন অভিনেতা। 

জানা যায়, কিশোর বয়সে একজনকে ভালোবেসেছিলেন তিনি। তার নাম জেরিন।এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘আমি আসলে এ প্রসঙ্গে কিছুই বলতে চাই না। কারণ ভালোবাসাটা এক তরফা ছিল। তবে এখনও ওর সব খবরাখবরই আমি রাখি। কিছুদিন আগে ওর বাবা মারা গেছে। স্বামী, দুই সন্তান নিয়ে সুখে আছে। তাই এ নিয়ে আমি কিছু বলতে চাই না। ও (জেরিন) ভালো থাকুক, যেমন খুশি তেমন থাকুক।’

জেরিনকে ভালোবেসে হাতে ‘জেড’ অক্ষর লিখেছিলেন রাসেল। পরিবার থেকে বিয়ের চেষ্টাও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি।

এই নিয়ে অভিনেতা ও গীতিকরি রাসেল বলেন, “আসলে ম্যাচ হয়নি কারো সাথে। যে কারণে বিয়েতে আগ্রহী হতে পারিনি। জোর করে কারো সাথে ম্যাচ করে বিয়ে করে সারাজীবন বা বিচ্ছেদের পর ‘ক্যাচক্যাচ, ঘ্যাচঘ্যাচ’ করার কোনো মানে নেই।”

Link copied!