প্রথম দিনেই শাকিবের ‘দরদ’-এ মাতল দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৩:৩১ পিএম
প্রথম দিনেই শাকিবের ‘দরদ’-এ মাতল দর্শক
‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তি পেয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৪টি হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত এই সিনেমা। আর মুক্তির প্রথম দিনেই দরদ সিনেমায় মাতল দর্শক।

হল মালিকদের  সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে ‘দরদ’। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। এ বছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি ২৯ লাখ ৬১ হাজার টাকার টিকিট বিক্রি করে। এ বছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল ১২ লাখ টাকার বেশি।

প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা, ঈদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি, তারপরও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। আর এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিলও বলে মনে করছেন চলচ্চিত্র–সংশ্লিষ্টরা। সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছে, দরদ দেখে মুগ্ধ দর্শক। প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল।’

নির্মাতা অনন্য মামুন বললেন, ‘ধারণা ছিল ছবিটি ভালো যাবে। এতটা ধারণা করিনি যে প্রথম দিনেই সেল রেকর্ড করবে। ছবি পরিচালনার পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজকও। তা–ই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের, অনুপ্রেরণারও। আমরা বলেছিলাম, ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবেন, তা–ই ঘটেছে। আমি এ–ও বলেছি, বাংলাদেশি চলচ্চিত্রকে বাঁচাতে এ সময়ে আমরা ছবিটি মুক্তি দিতে চেয়েছি। কারণ, কয়েক মাস ধরে আমার দেশের মানুষ অন্য রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভাবছিলাম, মানুষ কি সিনেমা হলে আসবে? ধারণা ভুল প্রমাণ করেছে। সিনেমা হল ভিজিটে গিয়ে দেখেছি, পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকদের যে ভিড়, তা সাহস জুগিয়েছে। কেউ কেউ তো বলছে, তারা আবার দেখতে চায় ছবিটি। এই ছবির দিকে অনেক প্রযোজকও তাকিয়ে আছেন। কারণ, তারা বেশ কিছুদিন ধরে ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন। আমি মনে করছি, “দরদ”–এর সাফল্য তাঁদের ছবি মুক্তির সাহসটা বাড়াবে।’

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রথম দিন তো ভালোই গেছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোটামুটি সব শো হাউসফুল ছিল। আজ সকাল থেকেও টিকিটের ভালো চাপ রয়েছে। যে অবস্থা দেখছি, তাতে প্রদর্শনী বাড়াতে হবে হয়তো। সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’–এর পর শাকিব খানকে নিয়ে মাল্টিপ্লেক্স দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। শাকিব খানও সেভাবেই তাঁর ছবি উপহার দিচ্ছেন, এমনটাই মনে হচ্ছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে ছবিটা এতটা ভালো ফলাফল দেবে, প্রত্যাশা করিনি।’

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ২৬, লায়ন সিনেমাসে ৮, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৪, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে ৩ এবং বগুড়ার মম ইনে ৩টি করে প্রদর্শনী চলছে ‘দরদ’ ছবির। এই সিনেমা দিয়ে যাত্রা শুরু করা যশোরের মনিহার সিনেপ্লেক্সে ৫টি প্রদর্শনী চলছে। ‘দরদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমার গল্পে দেখা যায়, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এ ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হচ্ছেন সুপারস্টার শাকিব খান। ফাতিমা চরিত্রে সোনাল চৌহান।

Link copied!