‘অচিনপুর’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের টাইটেল গান গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সংগীত পরিচালনা করেছেন চঞ্চল।
নির্মাতা কায়সার আহমেদের পরিচালনায় অচিনপুর নাটকটির প্রচার গতকাল থেকে শুরু হয়েছে। নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে বাংলাভিশনে প্রতি শনি, রবি এবং সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে।
অচিনপুর ধারাবাহিক নাটকের টাইটেল গান গাওয়ার অনুভূতি জানিয়ে ক্লোজআপ ওয়ান তারকা সালমা বলেন, ‘দীর্ঘদিন পর আশিক বন্ধুর কথায় চমৎকার একটা ধারাবাহিক নাটকের গান গেয়েঁছি। গানটি দর্শকরাও মজা পাবে। নাটকের গল্পের সাথে গানটি ভালো সাড়া পড়বে।’
এদিকে গীতিকার আশিক বন্ধু গানটি নিয়ে বলেন, ‘আমার কথায় ‘অচিনপুর’ নাটকের গানটি সালমার কন্ঠে প্রাণ পেয়েছে। এরইমধ্যে বাংলাভিশন চ্যানেলে গানটির প্রোমো এবং নাটক প্রচারের পর থেকে বেশ প্রশংসা পাচ্ছি।