মহান একুশের ফেব্রুয়ারির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভুলিনি সেদিন’। রবিউল আলমের রচনায় প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। এতে অভিনয় করেছেন দিলারা জামান, তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহিসহ আরো অনেকে।
গল্পে দেখাযাবে, মিশা বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকে। বছরে দু-একবার দেশে আসলে চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়ে তার সময় কেটে যায়।
এবার মিশা এসেছে ফেব্রুয়ারি মাসে। তার খুব ইচ্ছে ছিল জুলাই অভ্যুত্থানে দেশে এসে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেওয়ার। কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়নি। তাই সে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে।
এ দিবসকে ঘিরে কী করা যায় তা নিয়ে চাচাতো ভাই-বোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করে। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এতো উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমতো জানে না। মিশা নিজেও তো ইংরেজি মিডিয়ামে পড়েছে তবুও সে ইতিহাস জানে। আসলে জানতে চাইলেই জানা যায়। এমনই গল্পে নির্মিত হয়েছেন নাটক ‘ভুলিনি সেদিন’।
জানা গেছে, ‘ভুলিনি সেদিন’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।