আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমকে টেনেহেঁচড়ে এফডিসিতে থেকে বের করে দিলেন বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৬ আগস্ট) সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সকল শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা উপস্থিত হন এফডিসি প্রাঙ্গণে। এদিন অন্য সবার মতোই এফডিসিতে আসেন হিরো আলম।
এ সময় তিনি কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ কিছু বিক্ষুব্ধ জনতা তাকে এফডিসি থেকে বেরিয়ে যেতে বলেন। কথা না শোনায় একটা পর্যায়ে তাকে টানা-হেঁচড়া শুরু করেন বিক্ষুব্ধ জনতা। অবশেষে তোপের মুখে এফডিসি ছাড়তে বাধ্য হন হিরো আলম।
বিষয়টি জানতে যোগাযোগ করলে হিরো আলমের মোবাইল বন্ধ পাওয়া যায়।