• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১০:১৪ এএম
ঈদ মাতাবে কেয়া পায়েলের ডজনখানেক নাটক
অভিনয়শিল্পী কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল। নান্দনিক অভিনয় দিয়ে দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এই ঈদ মাতাতে আসছে তার অভিনীত এক ডজন নাটক।

এরমধ্যে রয়েছে রাফাত মজুমদার রিংকুর ‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘ডাকাতিয়া প্রেম’, সাজ্জাদ হোসেন বাপ্পীর ‘স্পাইস অব লাভ’, আশিকুর রহমানের ‘মানুষ কী বলবে’, মেহেদী রনির ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’, প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, মহিদুল মহিমের ‘হ্যালো গায়েজ’, মিফতাহ আনানের ‘মন দিতে চাই’, তৌফিকুল ইসলামের ‘বাজি’ ও আবুল খায়ের চাঁদের ‘তুমি যাকে ভালোবাসো’।

অভিনয়ের শুরু থেকেই সমসাময়িক প্রায় সবার সঙ্গে কাজ করছেন পায়েল। ঈদের বেশির ভাগ নাটকে তার সহশিল্পী ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। এর মধ্যে জোভানের সঙ্গে চারটি ও তৌসিফের সঙ্গে আসবে তিনটি নাটক। তাদের নিয়ে পায়েলের মন্তব্য, ‘দুজনেই অনেক সাপোর্টিভ। একদম ডে-ওয়ান থেকেই তারা আমাকে সহযোগিতা করছেন। ফলে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। অনেক কম্ফোর্টেবল ফিল করি। ওভারঅল তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো।’ 
পায়েলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ফলে ঢাকায় ঈদ উদযাপন করবেন অভিনেত্রী।
 

Link copied!