• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

দুর্গাপূজার গানের মডেল হলেন দোয়েল ম্যাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৭:৪৩ পিএম
দুর্গাপূজার গানের মডেল হলেন দোয়েল ম্যাশ
দোয়েল ম্যাশ। ছবি: সংগৃহীত

সম্প্রতি মিউজিক ভিডিও ‘দুর্গা এলো’ শিরোনামের গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। গানটিতে শিল্পী বিশ্বাসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব চলছে শারদীয় দুর্গাপূজা উদযাপন। তাই সাধারণ মানুষের মাঝে বইছে উদযাপনের আনন্দ। সেই সাথে এবারে আনন্দ শোবিজ অঙ্গনের তারকাদের শিল্পী মনেও ছড়িয়ে পড়েছে।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। গৌতম সাহার পরিচালনায় এই গানের মডেল হয়েছেন দোয়েল ম্যাশ, সজীব, সীমান্ত, মেহেদী মাহিম, আইয়ান, মুহাম্মদ নীভান ফারহান, সিমরান, মাহি, অঙ্কিতা প্রমুখ। জসিম উদ্দিন রহিমের কোরিওগ্রাফিতে চিত্রগ্রহণ করেন মুস্তাফা তারিক হাদি।

২০২২ সালে বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে ‘প্রাণের খেলা ফুটবল’ শিরোনামে গান প্রকাশ করেন শিল্পী বিশ্বাস। এই গায়িকার গাওয়া অসংখ্য গানের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ‘সোনাপাখি’,  বন্ধুরে তোর বুকের ভেতর’, ‘মন পিঞ্জিরায়’, তুমি আমার জান’ প্রভৃতি গান।

Link copied!