কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে কণ্ঠশিল্পী অনিমেষ রায়ের গাওয়া ‘নাহুবু’ গানটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এর জবাবে মুখ খুলেছেন স্বয়ং শিল্পী অনিমেষ। তিনি সোমবার তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমালোচনার পাল্টা জবাব দিয়ে একটি পোস্ট লিখেছেন। যদিও পরে তা মুছে দেন তিনি।
এতে তিনি লিখেছেন, আমার মাতৃভাষা নিয়ে খারাপ কথা বলবেন না। আমি গানটির কম্পোজার নই। তাই কেউ এমন কোনো কথা বলবেন না যাতে আমার হাজং নৃগোষ্ঠী সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়।
পোস্টে তিনি আরও লেখেন, “হাজং পরিবারে আমার জন্ম হওয়ায় আমার মাতৃভাষা ভিন্ন। কিন্তু বড় হতে হতে আমি বাংলা ভাষার সাথে পরিচিত হয়েছি।”
তিনি আরও লেখেন, “আমাদের হাজং ভাষার নিজস্ব বর্ণমালা নেই। হয়তো একদিন তা হবে। কিন্তু কোক স্টুডিও কারণে আমাদের হাজং ভাষার গান মর্যাদা পেয়েছে। এর জন্য কোক স্টুডিও এর প্রতি আমার কৃতজ্ঞতা।”