অবশেষে বোনের খোঁজ পেয়েছেন সংগীতশিল্পী পুতুল। তবে এখনো তার সঙ্গে কথা হয়নি তার। জানালেন, চিন্তায় অস্থির হয়ে পড়েছেন আমার মা–বাবা।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় পুতুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বোনের পরিবারের খোঁজ পেয়েছি। ঠিকঠাক আছে জেনেছি। খাবার, পানির সংকটে আছে, যা হোক, বেঁচে আছে এটাই বড় কথা...।’ জানা গেছে, বাড়ির পাশের আরেকটি তিনতলা বাড়িতে তাঁরা আশ্রয় নিয়েছেন। একজন সেচ্ছাসেবকের মাধ্যমে বোনের খবর জানতে পেরেছেন।
এদিকে ফেসবুক পোস্টে পুতুল আরও লিখেছেন, ‘যারা খোঁজ করার চেষ্টা করে যাচ্ছেন গত কয়েক দিন, ফোনে বা মেসেজে প্রতিনিয়ত জানতে চেয়েছেন আপডেট, আপনাদের সবার প্রতি ঋণী রইলাম। যারা আমার পোস্টগুলো শেয়ার করে ছড়িয়ে দিতে চেয়েছেন তাদের প্রতি ভালোবাসা। যারা দূর থেকে প্রার্থনা করেছেন কৃতজ্ঞতা তাদের প্রতিও। বাংলাদেশ এই সংকট কাটিয়ে উঠুক, বন্যার্ত মানুষগুলোর প্রতি সবাই সহমর্মী হই। কী অবর্ণনীয় কষ্টে তারা আছেন, তা ডাঙায় থাকা মানুষের পক্ষে বোঝা অসম্ভব।’
এদিকে বোনের কোনো খোঁজখবর না পেয়েও ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন পুতুল। তাতে লিখেছেন, ‘বোন, দুলাভাই, এক পুত্র, এক কন্যা। নিচে তাঁদের বাড়ির ঠিকানা দিচ্ছি। কেউ যদি কোনো সন্ধান পান চারজনের (হাসান মাহমুদ সজল, সানজিদা আক্তার কণা, সুরেলা, সাহিত্য) মধ্যে একজনেরও, প্লিজ একটু জানান। ঠিকানায় লেখা আছে, তুলাতলি, মঠবাড়িয়া ইউনিয়ন (আমতলী বাজারের কাছে), ফেনী সদর।’
ফেনী শহরের বেড়ে ওঠা পুতুলের। ২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে যাত্রা শুরু তাঁর। দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকাতে থাকছেন।