• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘জেলার’ তাণ্ডব, ৪ দিনেই আয় ৪০০ কোটি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৫:২৯ পিএম
‘জেলার’ তাণ্ডব, ৪ দিনেই আয় ৪০০ কোটি!
ছবি: সংগৃহীত

দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলার’ মুক্তির পরেই বক্স অফিসে বাজিমাত করে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্যাপী ৪ হাজার স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটি ৪ দিনেই ৪০০ কোটি টাকার বেশি আয় করেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, ‘জেলার’ সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৮.১৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৮০ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩০২.১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি ৬০ লাখ টাকার বেশি।

‘জেলার’ এই বছর ভারতে তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ উদ্বোধনী দিনে মোট সংগ্রহ রেকর্ড করেছে। এছাড়াও কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিং রেকর্ড করেছে সিনেমাটি।

এর আগে মুক্তির প্রথম দিনেই যেন কর্মীরা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন সেজন্য বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। 

Link copied!