• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘রঙ্গীন উজান ভাটি’র পরিচালক আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ১১:৪৯ পিএম
‘রঙ্গীন উজান ভাটি’র পরিচালক আর নেই
‘রঙ্গীন উজান ভাটি’র পোস্টার, নির্মাতা শিল্পী চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বাণিজ্যিক সিনেমা নির্মাতা শিল্পী চক্রবর্তী আর নেই। বৃহস্পতিবার (৭ মার্চ)  সন্ধ্যায় ‘রঙ্গীন উজান ভাটি’ ছবির এই পরিচালক পুরান ঢাকার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার ভাগনে সংগীত পরিচালক ইমন সাহা। ফেসবুকে তিনি তার মামার আত্মার শান্তির জন্য প্রার্থনা কামনা করেছেন সবার কাছে। জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শিল্পী চক্রবর্তী মারা গেছেন।

বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তাঁর একবার স্ট্রোক হয়েছিল। এর পর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন। সর্বশেষ বুধবার রাতে তিনি (শিল্পী চক্রবর্তী) বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

শিল্পী চক্রবর্তী নির্মাণ করেছেন ‘বিনি সুতার মালা’, ‘রঙ্গীন উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’র মতো অনেক সফল সিনেমা। তিনি প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে সি বি জামানের সহকারী হিসেবেও কাজ করেছেন।

 

Link copied!