• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

বছরের শুরুতেই যে আহ্বান দীপা খন্দকারের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:০১ পিএম
বছরের শুরুতেই যে আহ্বান দীপা খন্দকারের
দীপা খন্দকার। ছবি: ফেসবুক থেকে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তিনি। গত বছরটি ছিল এই অভিনেত্রীর জন্য একট  সফল বছর।  বেশকিছু  নাটকের পাশাপাশি সিনেমাও মুক্তি পেয়েছিল তার। এলো নতুন বছর ২০২৫ সাল।  বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুরুতেই সামাজিক মাধ্যমে ক্যারিয়ারের বার্তা ও ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি এই তারকা শিল্পী।

সামাজিক মাধ্যমে এই অভিনেত্রী লিখেন, ‘আলহামদুলিল্লাহ‍‍`। আল্লাহ আমাকে সুস্থ সুন্দর রেখেছেন। সুন্দর দুটো সন্তানের মা হওয়ার সুযোগ দিয়েছেন। সংসার জীবন সুন্দর করে সাজিয়ে নিতে অসীম শক্তি আর ধৈর্য্য দিয়েছেন। নিজেকে কখনোই অন্যের ওপর নির্ভরশীল হতে দেননি। আমার চাওয়া পূরণ করার ক্ষমতা দিয়েছেন। কখনো মিথ্যা বলে বাহানা করে আমাকে চলতে হয়নি।

 

আল্লাহ আমাকে এতো দিয়েছেন যে অনেকেই হিংসাত্মক হয়ে আমার সাথে খারাপ আচরণ করে। আমি তাদের বিষয়টা বুঝি। এবং ক্ষমা করি। কারণ আমি জানি আল্লাহ আমাকে একজন ভালো মানুষ হিসেবে পাঠিয়েছেন। আমি আমার ভেতরে কোন ক্রোধ জমিয়ে রাখি না। নিজের সব কিছু নিয়ে ভালো থাকতে পছন্দ করি ।

গুণী এই অভিনেত্রী আরও লিখেছেন,“ নতুন বছরে আমি আমার নিজের যত্ন নিতে চাই। আপনারাও আপনাদের যত্ন নেবেন। অন‍্যকে নিয়ে ব্যস্ত না থেকে নিজের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। কি পেয়েছি সেটা নিয়ে চিন্তা না করে কতটুকু দিতে পারলেন সেটার হিসাব করুন। 

শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে যা করা দরকার এ বছরে তা করার  চেষ্টা করি চলুন। জীবন সুন্দর হোক। শুভ ইংরেজি নববর্ষ।"

Link copied!