• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ২ রজব ১৪৪৬

হাসপাতালে অঞ্জনাকে কেউ দেখতে না যাওয়ায় দিলারা জামানের ক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৪:৩০ পিএম
হাসপাতালে অঞ্জনাকে কেউ দেখতে না যাওয়ায় দিলারা জামানের ক্ষোভ
চিত্রনায়িকা অঞ্জনা, দিলারা জামান। ছবি: কোলাজ

গুরুতর অসুস্থ চিত্রনায়িকা অঞ্জনাকে হাসপাতালে কেউ দেখতে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। রক্তে ইনফেকশন নিয়ে সপ্তাহ হলো হাসপাতালে ভর্তি রয়েছেন অঞ্জনা রহমান। তার অবস্থা বেশ সংকটাপন্ন।

 দেশ ও দেশের চলচ্চিত্রশিল্পকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন এই নায়িকা। প্রিয় এই নায়িকাকে এতদিন হাসপাতালে দেখতেও যায়নি চলচ্চিত্রের কেউ।  

এই অভিনেত্রী দিলিরা জামান ‘সংবাদ প্রকাশ’কে বলেন, ‘সময়ের সাথে সাথে আমরা আসলে মানবিক দিক হারিয়ে ফেলেছি। সবাই যার যার কাজ নিয়ে ভাবছি, কিন্তু আমরা যারা অভিনয় করি তারা এমন হওয়ার কথা ছিল না। একজন শিল্পী আরেকজন শিল্পী সুখে-দুখে পাশে থাকবে, ভরসা দিবে, এটাই শিল্পীর চরিত্র।’

প্রবীণ এই অভিনেত্রী বলেন, “অঞ্জনা অসুস্থ হয়ে হাসপাতালে আছে এখনই আপনি ফোন দেওয়ার পর জানলাম। বয়স আমার ৮২পার হয়েছে, আগের মতো এখন চলতে পারিনা। আমি দোয়া করি ও সুস্থ হয়ে আবার কাজে ফিরুক।”

দিলারা জামান আরও বলেন,“ অঞ্জনাকে আমি তিন বছর বয়স থেকে দেখেছি। ও খুবই ভালো মেয়ে। ছোট থেকেই নাচ করতো। খুব ভালো নাচতে পারতো। সেখান থেকেই সিনেমায় আসে ও। ভালো ভালো কিছু সিনেমায় কাজও করছে। ওর সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে রয়েছে।”

এদিকে মা অঞ্জনাকে কেউ দেখতে না আশা নিয়ে ছেলে নিশাত রহমান মনির মন খারাপ থাকলেও তার কথা ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কেউ জানুক। ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি ‘

নিশাত বলেন, ‘আমি ও আমার বড় দুলাভাই মাকে দেখাশুনা করছি। ডাক্টার বলেছেন আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আরও অনেক ধরনের পরীক্ষা করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন।’

চিত্রনায়িকা অঞ্জনা এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিগত ৭ দিন ধরে তিনি এই হাসপাতালেই আছেন।

অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

Link copied!