ঈদে নেই নায়িকা দীঘির সিনেমা। তবে টিভির কিছু অনুষ্ঠানে দেখা গেছে তাকে। গত কয়েক দিন ঈদ উৎসবকে ঘিরে নানা অনুষ্ঠান প্রচার করে টেলিভিশন চ্যানেলগুলো। তারকাদের নিয়ে সাজানো হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। তারই অংশ হিসেবে বেসরকারি টেলিভিশনে হাজির হন আলোচিত-সমালোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
অনুষ্ঠানে মজাচ্ছলে নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। এই সময় প্রসঙ্গ আসে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে । এ নিয়ে দীঘি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’
দীঘির এখন সময় কাটছে ইনস্টাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থান-পতন নিয়ে দীঘির ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন হয়। সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকব, এমন কিছু নয়। পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন। দিন শেষে আমার কাজ আসছে। বছরে দুই-তিনটা হলেও আসছে। এটা কিন্তু আমার জন্যে যথেষ্ট। ওখানে ট্রোলিং হোক বা যা–ই হোক, আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’
মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম—স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়। দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে। একটা সময় হলে চলার পর “প্রিয়তমা” থেকে সবগুলো ছবিই ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে। তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই।’