ভাইরাল চিত্রনায়ক জায়েদ খান। নেটদুনিয়ায় ভাইরাল তার কাজগুলোও! বিশেষ করে জায়েদ খানের ডিগবাজি। বছর দুই আগে একটি অনুষ্ঠানে নাচের মুদ্রা ভুলে যান তিনি, আর সেটি পূরণ করেন ডিগবাজি দিয়ে।
বর্তমানে জায়েদ খান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিয়মিত স্টেজ শোতে অংশ নেওয়া পাশাপাশি ছুটে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, অনুষ্ঠান বা স্টেজ শো’র জন্য ছুটছেন কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ নানা দেশে। সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যুক্ত হয়েছে তিনি।
এদিকে, নায়িকার অনুরোধ রাখতে জায়েদ খান তার ভাইরাল ডিগবাজি দিলেন, তাও আবার বরফের মাঝে। আর সেই ঘটনার একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের ওপর ডিগবাজী দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজী দিয়ে ফেলল।’
জায়েদ জানান, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের ওপর ডিগবাজি দিয়েছেন তিনি। এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। আর সামনে ছিলেন চিত্রনায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোটপর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম। মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই শোবিজের এই তারকারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।