• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভেঙে ফেলা হচ্ছে খল নায়ক ডিপজলের হল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০১:১৮ পিএম
ভেঙে ফেলা হচ্ছে খল নায়ক ডিপজলের হল
‘পর্বত’ সিনেমা হল, ডিপজল। ছবি: সংগৃহীত

রাজধানী গাবতলীর ঐতিহ্যবাহী  ‘পর্বত’  সিনেমা হল ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এই সিনেমা হলের মালিক জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি মনোয়ার হোসেন ডিপজল।  হল ভেঙে ফেলা হবে খবরের সত্যতা নিশ্চিত করেছেন নিজেই নিজেই।

এদিকে এ খবরে হতাশ সিনেপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ডিপজলের সমালোচনা। সিনেমার লোকই যদি হল ভাঙেন তবে দেশের সিনেমা কাদের হাত ধরে এগোবে!

তবে ডিপজলের ভাষ্য, অনেকে গোটা বিষয়টা না জেনেই সমালোচনা করছেন। কারণ, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।  

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেন, পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। দীর্ঘসময় ধরে এই হল বন্ধ। তাই সেখানে মার্কেট নির্মাণ হবে। আর মার্কেটের উপরে তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে। কম খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০টি সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে দেড় শতে। এর মধ্যে ৬০টি হল দর্শক পাচ্ছে, নিয়মিত সিনেমা চলছে। বাকিগুলোও দর্শকহীনতায় বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।  

Link copied!