কাতারে চলছে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’। দেখতে দেখতে শেষের পথে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে ফাইনালের দিন। সেই ফাইনালের ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীপিকার আগে এই কৃতিত্ব নেই অন্য কোনো অভিনেত্রীর।
জানা গেছে, ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এই বলিউড মেগা আইকন। সেদিন ফিফার সোনালী ট্রফিটি উন্মোচন করবেন ভারতের শীর্ষ এই অভিনেত্রী।
বিশেষ সূত্রের তথ্যে জানা যায়, দীপিকা বিশ্বকাপের অংশ হতে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক মাস আগেই কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন অভিনেত্রী। এবার বৈশ্বিক মহামঞ্চে ভারতকে আবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র পাঠান নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন-প্যাকড সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। দীর্ঘদিন পর পর্দায় শাহরুখ দীপিকার জুটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আছেন দর্শকরা। পাঠান ছাড়াও দীপিকাকে ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে প্রভাসের সঙ্গে। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। এছাড়াও হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ আসছে দীপিকার। বর্তমানে শুটিং চলছে সিনেমাটির।