বলিউড তারকা দীপিকা পাডুকোন মা হয়েছেন গত ৮ সেপ্টেম্বর। মা হওয়ার পর দিলজিতের বেঙ্গালুরুর শোয়ে প্রথম প্রকাশ্যে আসেন দীপিকা পাড়ুকোন। তবে মেয়েকে সামনে আনেননি সে সময়। অবশেষে মেয়ে দুয়াকে নিয়ে প্রকাশ্যে এলেন এই অভিনেত্রী।
সন্তান নিয়ে কিছুদিন বেঙ্গালুরুতে নিজের মায়ের কাছে ছিলেন দীপিকা । দীপাবলিতে কন্যা দুয়ার নুপূর পরা এক জোড়া পায়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেনরণবীর ও দীপিকা। যদিও মেয়ের মুখ দেখাননি। এবার দুয়াকে নিয়ে মুম্বাই ফিরলেন অভিনেত্রী। বিমানবন্দরে পা রাখতেই মা-মেয়েকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা।
ডিসেম্বরের শুরুতে বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হওয়ার কয়েকদিনের মধ্যে মুম্বইয়ে পা রাখলেন দীপিকা। এদিন লাল রঙের ম্যাক্সি ড্রেসে নতুন মায়ের মুখে-চোখে ছিল জেল্লা। চোখে কালো চশমা। মায়ের কোল আকঁড়ে ছিল ছোট্ট দুয়া।
তবে কি শীঘ্রই কাজে ফিরতে চলেছেন রণবীর ঘরণী? নায়িকার মায়ানগরীতে পা রাখতেই শুরু হয়েছে গুঞ্জন। যদিও অন্ত:সত্ত্বা হওয়ার পরই নায়িকা জানিয়েছিলেন, ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন এই বলিউড স্টার।