• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্টারনেটবিহীন দিনরাত, যা বললেন তারকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৪:২২ পিএম
ইন্টারনেটবিহীন দিনরাত, যা বললেন তারকারা
পূজা চেরি, ববি, কোনাল। ছবি: কোলাজ

‍‍`২০২৪ সালে এসে এমন ইন্টারনেট ছাড়া থাকব এটা কেউ কী ভেবেছিল? আমাদের এখন তো সব যোগাযোগ ইন্টানেটনির্ভর। ইন্টারনেট নেই, তার ওপর কারফিউ। কোথাও বের হওয়া যাচ্ছে না। কী আর করব, টিভি দেখে সময় কাটছে। খবর দেখে দেশের পরিস্থিতি জানার বোঝার চেষ্টা করছি। বইও পড়ছি। তারপরও মনে হচ্ছে কী যেন নেই।‍‍` দেশে ইন্টারনেট না থাকায় এভাবেই মন্তব্য করেছেন আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। 

শুধু পূজা নয়, ইন্টারনেটবিহীন দিনরাত কিভাবে কাটিয়েছেন জানিয়েছেন শোবিজের বেশ কয়েজন তারকা।

চিত্রনায়িকা ববি বলেন, ‍‍`কেমন যেন অচেনা লাগছে সবকিছু। কেমন শূন্য শূন্য লাগছে চারদিক। সব ধরনের শুটিং বন্ধ। বাসায় শুয়ে বসে দিন কাটছে। বাসায় বসে কী আর করব, টিভি দেখে সময় কাটছে। একটু পর পর খবর দেখে দেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। এটা ছাড়া কিছুই করার নেই। অপেক্ষায় আছি সবকিছু যেন ঠিক হয়ে যায়।‍‍`

 অভিনেত্রী হিমি বলেন, পরিবারের সঙ্গেই পুরোটা সময় কেটেছে। সেই সময় কোনো কাজ ছিল না। বই পড়েছি, পোষা বিড়াল ও পাখিদের দেখাশোনা করেছি। কাছের মানুষের সঙ্গে ফোনে কথা বলেছি। অনেক দিন পর রান্নাও করেছি। এত কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করলেও মাথার মধ্যে সব সময় দেশের সার্বিক অবস্থা নিয়ে চিন্তা ঘুরছিল। দেশজুড়ে আন্দোলন হয়েছে, এত মানুষ মারা গেছে। সবার জন্য দোয়া করছিলাম। কী হচ্ছে, আগামী দিনে কী হবে এসব নিয়ে খুব উদ্বেগে ছিলাম।

টেলিভিশন অভিনেতা মুশফিক আর ফারহান বলেন, ‍‍`একটা অদ্ভুত সময় কাটছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া। কোভিডের সময় তাও সবার সাথে যোগাযোগ করতে পারতাম। কিন্তু এই সময়ে কেমন অচেনা লাগছে চারদিক। মোবাইল ফোনে কথা বলা ছাড়া কারো সাথে যোগাযোগ করতে পারছি না। টেলিভিশনে দেশের বর্তমান পরিস্থিতি আর কী হচ্ছে এইসব জেনেই সময় কাটছে। আমাদের সব ধরনেট শুটিং বন্ধ হয়ে আছে। আশা করছি সবকিছু জলদি ঠিক হয়ে যাবে। তরুণদের বেশিরভাগ এখন ইন্টারনেট নির্ভর এটা যেন দ্রুত ঠিক হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা দরকার।‍‍`

সংগীতশিল্পী কোনাল বলেন, ‍‍`এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে বুঝিনি। কেমন অচেনা লাগছে সবকিছু। চারিদিক কেমন একটা পরিবেশ খেয়াল করছি। টেলিভিশনে দেশের পরিস্থিতির খবর রাখার চেষ্টা করছি। এসব ছাড়া এখন করার কিছুই নেই। এর মধ্যে বেশ কয়েকটা বই পড়ার চেষ্টা করেছি। তা ছাড়া কিছুই করার নেই।‍‍`

পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আপাতত ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে। তবে 
সু-খবর হল টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট (ফোর-জি) সেবা।  রোববার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে গ্রাহকেরা তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

 

 

Link copied!